জাপানে ভূমিকম্পের আঘাত ৬.৬ মাত্রার
জাপানে একটি প্রাথমিক মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। ব্রিটিশভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
দেশের পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। তবে ভূমিকম্পটি থেকে সুনামি সতর্কতা জারি করা হয়নি।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় ২টা ১০ মিনিটে টোকিও শহর থেকে ৭শ’ কিলোমিটার পশ্চিমের তত্তোরিতে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
প্রাথমিকভাবে ভূমিকম্পটি থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্পটি থেকে সুনামি হওয়ারও কোনো আশঙ্কা নেই বলে জানানো হয়েছে।