ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা চলাকালে জালিয়াতির অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন আট শিক্ষার্থীকে আটক করেছে ।
শুক্রবার ভর্তি পরীক্ষা চলাকালে রাজধানীর ছয়টি কেন্দ্র থেকে এই আটজনকে আটক করা হয়।
ইডেন মহিলা কলেজ থেকে দুজন, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন, বদরুন্নেসা কলেজ থেকে একজন, মোহাম্মদপুর থেকে একজন, ঢাবির ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে একজন, সিদ্ধেশ্বরী থেকে একজন ও ঢাকা মহানগর মহিলা কলেজ থেকে একজনকে আটক করা হয়।
আটক আটজনের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তাদের মধ্যে ইমরান খান ও নওরিন জাহান নামের দুজনকে ইডেন মহিলা কলেজ এবং আল ইমরান নামের অন্যজনকে বদরুন্নেসা কলেজ থেকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী জানান, আটক শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস ও মুঠোফোন সেট জব্দ করা হয়।
মুঠোফোনের মাধ্যমে তারা খুদেবার্তা (এসএমএস) চালাচালি করছিল বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হচ্ছে।
প্রক্টর আরো জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেলে আটক শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।