ইতালির নতুন প্রেসিডেন্ট সেরজিও মাত্তারেলা
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম
ইতালির নতুন প্রেসিডেন্ট হলেন সেরজিও মাত্তারেলা। ৭৭ বছর বয়সি মাত্তারেলা দেশটির সাংবিধানিক বিচারক ছিলেন। তিনি বিদায়ী প্রেসিডেন্ট জর্জিও নেপোলিতানোর উত্তরসূরী হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হলেন।
সিনহুয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার ইতালির পার্লামেন্টে সংসদ সদস্যদের ভোটে মাত্তারেলা প্রেসিডেন্ট নির্বাচিত হন। দেশটির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির সমর্থনে প্রেসিডেন্ট প্রার্থী হন মাত্তারেলা।
ইতালির পার্লামেন্টে সংসদ সদস্য এবং আঞ্চলিক প্রতিনিধি মিলিয়ে ১ হাজার ৯ জন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন। এর মধ্যে মাত্তারেলা পেয়েছেন ৬৬৫ ভোট। পাস করার জন্য প্রয়োজন ছিল ৫০৫টি ভোট।
জানুয়ারির মাঝামাঝি ক্ষমতা ছেড়ে দেন জর্জিও নেপোলিতানো। এরপর কে হবেন নতুন প্রেসিডেন্ট, তা নিয়ে টানাপোড়েন চলছিল। অবশেষে বৃহস্পতিবার ও শুক্রবার অনানুষ্ঠানিক ভোটে উতরে যাওয়ার শনিবার চূড়ান্ত ভোটেও প্রেসিডেন্ট নির্বাচিত হন মাত্তারেলা।
মঙ্গলবারে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন মাত্তারেলা। পার্লামেন্টের ভোটের পর মাত্তারেলা তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, আমার প্রথম দায়িত্ব হবে জনগণের মৌলিক সমস্যা নিয়ে চিন্তা করা এবং তা লাঘবে চেষ্টা করা।
প্রতিক্ষণ /এডি/জেসমিন