থাইরয়েড সেন্টারে অনুষ্ঠিত হল সাইন্টিফিক সেমিনার

প্রকাশঃ নভেম্বর ৮, ২০১৬ সময়ঃ ১১:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৯ অপরাহ্ণ

dscn1437

“দি থাইরয়েড সেন্টার লিঃ এবং বিটমির” এ অনুষ্ঠিত হয়ে গেল সার্টিফিকেট ডিসট্রিবিউশন সিরমনি এ্যান্ড সাইন্টিফিক সেমিনার।

শনিবার দুপুর ১২টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর সহযোগী অধ্যাপক ও দি থাইরয়েড সেন্টার লিঃ এবং বিটমির এর চেয়ারম্যান ডাঃ এ. কে. এম ফজলুল বারী।

ডাক্তার বারী বলেন, ‘বাংলাদেশে আয়োডিনের অভাবে বাচ্চাদের আইকিউ কমে যাচ্ছে ও থাইরয়েড সমস্যা দেখা দিচ্ছে। বাংলাদেশের কিশোর বয়সের বাচ্চারা ২৬% আয়োডিনের অভাবজনিত সমস্যায় ভুগছে। তিনি গুড়োঁ দুধ ও লবনের সাথে আয়োডিনকে সাপ্লিমেন্ট হিসেবে দেয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

dscn1466

‘আলট্রা সাউন্ড ফর অল’এই স্লোগানকে সামনে রেখে সামাজিক ও স্বাস্থ্য উন্নয়নে আলট্রা সাউন্ডের এর গুরুত্ব তুলে ধরা হয়।

সভাপতি তার বক্তব্যে বলেন,“স্বাস্থ্য খাতকে ডিজিটালাইজ করতে হবে। স্বাস্থ্য সেবাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য, মানুষকে সচেতন করে তুলতে হবে। মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যু হার কমানোর জন্য আলট্রা সাউন্ডের ভূমিকা অপরিসীম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বিটমির এর কোর্স কো-অর্ডিনেটর ডাঃ মুহিত-উল আলম, ডাঃ কামরুন নাহার রুনা, ডাঃ জহির আহমেদ, ডাঃ তানিয়া রহমান এবং আবুল খায়ের গ্রুপ অব কোম্পানীর ডেপুটি ম্যানেজার জনাব কাজী আল ইমরান।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G