এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার: প্রেসিডেন্ট ট্র্যাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার’।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিজয়ী হওয়ার পর দেওয়া বক্তব্যে ট্রাম্প এ মন্তব্য করেন।
বক্তব্যের শুরুতে হিলারি নির্বাচনে জিততে অক্লান্ত পরিশ্রম করেছেন বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হব। সব ভেদাভেদ ভুলে যুক্তরাষ্ট্রবাসীকে এক হতে হবে’।
দোদুল্যমান যে অঙ্গরাজ্যগুলো বরাবরই নির্বাচনে জিততে মূল ভূমিকা রাখে, সেগুলোতে জয়ী হয়েছেন ট্রাম্প। ১৭টি ইলেক্টর থাকা অঙ্গরাজ্য ওহাইও, ২৯টি ইলেক্টরের ফ্লোরিডা, ১৫টি ইলেক্টরের নর্থ ক্যারোলাইনা, ৬ ইলেক্টরের আইওয়া, ২০ ইলেক্টরের পেনসিলভানিয়ায় জয়ী হয়েছেন তিনি।
অন্যদিকে ৫৫ ইলেক্টরের ক্যালিফোর্নিয়া, ১২ ইলেক্টরের ওয়াশিংটন, ২৯ ইলেক্টরের নিউইয়র্ক, ১৩ ইলেক্টরের অঙ্গরাজ্য ভার্জিনিয়াতে জয়ী হয়েছেন হিলারি। কিন্তু এসব জয় ব্যবধান গড়তে পারেনি।
নির্বাচনের ফল প্রকাশের শুরুতে গুরুত্বপূর্ণ তিনটি অঙ্গরাজ্যে জিতে ডোনাল্ড ট্রাম্প লড়াইয়ে এগিয়ে যান। তবে হিলারি প্রবল পরাক্রমে এগিয়ে আসেন। এরপর ট্রাম্পের জয়জয়কার দেখা যায়।
হোয়াইট হাউসে যেতে দরকার ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট। মোট ইলেক্টোরাল কলেজ ভোট আছে ৫৩৮টি।