স্যামসাংয়ের স্মার্টফোনে ব্যাটারি বিস্ফোরণ
ব্যাটারি সমস্যার কারণে গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোনের উৎপাদন ও বিক্রি বন্ধ করে দিয়েছে স্যামসাং। তবে তারপরও বিতর্ক পিছু ছাড়ছে না প্রতিষ্ঠানটির। কিছুদিন আগে স্যামসাংয়ের ওয়াশিং মেশিনেও ত্রুটি ধরা পড়েছে। ফলে বেশকিছু ত্রুটিপূর্ণ ওয়াশিং মেশিন বাজার থেকে তুলে নিয়েছে স্যামসাং।
এবার স্যামসাংয়ের আরেকটি মডেলের স্মার্টফোনেও ব্যাটারি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্যামসাংয়ের গ্যালাক্সি জে৫ মডেলের একটি স্মার্টফোন বিস্ফোরিত হয়েছে ফ্রান্সে। গত মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
লামিয়া বোয়িরদান নামের এক ব্যবহারকারী জানান, তাঁর স্যামসাং জে৫ মডেল হাতে নেওয়ার পর দেখেন ফোনটি বেশ উত্তপ্ত। ভয় পেয়ে তিনি সেটা বাইরে ফেলে দেন, এরপরই ফোনটি বিস্ফোরিত হয় এবং তাতে আগুন লেগে যায়।
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর পাউতে বাস করেন লামিয়া নামের ওই মহিলা। লামিয়া জানান, গত জুনে তিনি ফোনটি কিনেছিলেন।
তবে এটিকে নিছক একটি বিচ্ছিন্ন দুর্ঘটনা বলেই মনে করছেন আইডিসির প্রযুক্তি বিশেষজ্ঞ উইলিয়াম স্টোফেগা। তিনি বলেন, ‘গত বেশ কয়েক মাস আগেই ফোনটি বাজারে ছাড়া হয়েছে তবে ফোনটির ব্যাটারি বিস্ফোরণের খবর তেমন একটা পাওয়া যায়নি।’
স্টোফেগা আরো বলেন, ‘লিথিয়াম-আয়ন ব্যাটারির কারণে বিস্ফোরণের ঘটনাগুলো ঘটে থাকে। তবে এ ধরনের ব্যাটারি যে শুধু স্মার্টফোনে ব্যবহার করা হয় তা নয়, ল্যাপটপেও এ ধরনের ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে।
এ ধরনের ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরিত হওয়ার আশঙ্কা থাকে।’ তবে এ ব্যাপারে স্যামসাং-এর পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
প্রতিক্ষণ/এডি/তাজিন