চট্টগ্রামে আটক ৩২ শিবির নেতা কারাগারে

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৫ সময়ঃ ৯:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৫ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

shibir_worker_arrested_100436156 নগরীতে পুলিশের উপর ককটেল হামলার পর আটক হওয়া শিবিরের ৩২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

কোতয়ালি থানায় দায়ের হওয়া ‍মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার তাদের চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়ার আদালতে হাজির করা হয়। বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকিম মিনান  বলেন, কোতয়ালি থানার মামলায় ৩২ জনকে আদালতে হাজির করা হয়েছিল। এছাড়া চকবাজার থানার মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়েছে। রিমান্ড আবেদন না থাকায় আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে নগরীর কোতয়ালি থানার দিদার মার্কেট এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় শিবিরের নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ৫-৭টি ককটেল নিক্ষেপ করে। এতে দুই পুলিশ কনস্টেবল আহত হয়। এরপর পুলিশ এক শিবির কর্মীকে ধরে ফেললে তাকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর আরও তিনটি ককটেল নিক্ষেপ করা হয়।

 

প্রতিক্ষণ/এডি/ রায়হান

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G