এই শীতে আপনার পাখি সুস্থ আছে তো?

প্রকাশঃ ডিসেম্বর ২, ২০১৬ সময়ঃ ১:৫৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৭ অপরাহ্ণ

শারমিন আকতার:

20161009_135413

শীত পড়তে শুরু করেছে। নিজের জন্য নিশ্চয় গরম কাপড়ের ব্যবস্থা করেছেন অথবা করছেন। আর আপনার ঘরে অতি আদরে বেড়ে উঠা নিস্পাপ সুন্দর পাখিটির জন্য কী কী করলেন? তারা কি আদৌ ঠিক আছে? ওদের ঠান্ডা লাগছে না তো?  অনেক অনেক চিন্তা ভর করে; ওদের কিচিরমিচির শব্দ কমে গেছে বলে। তাই আপনার পাখির জন্য বলছি, বিশেষভাবে লক্ষ্য করুন এই শীতে:

20161112_152124

১. কোকাটেল, ক্যানারি, বাজেরিগর কিংবা ফিন্স এরই কোনো একটা বা একাধিক পাখি আপনার ঘরে আছে। এরা বেশ সেনসিটিভ হয়ে থাকে। একটু ভুল হলেই শেষ। তাই এই শীতে তাদের খুব সাবধানে রাখতে হবে যেন কোনোরকম ঠান্ডা না লাগতে পারে। যদি বারান্দায় রেখে থাকেন; তাহলে পলিথিন ব্যবহার করতে পারেন। এছাড়া যেদিক থেকে বাতাস আসছে সে জায়গায় কিছু একটা দিয়ে সাময়িকভাবে বাতাস বন্ধের ব্যবস্থা করুন। 

২. দিনের বেলায় রোদ পোহানোর সুযোগ করে দিন। তাহলে ঠান্ডার হাত থেকে দূরে থাকতে পারবে। 

৩. খাবার পানিটি কুসুম গরম করে দিন ।  সাথে পরিমাণমতো মধু  ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দিন। তাহলে পাখি ডায়রিয়া হওয়ার হাত থেকেও রক্ষা পাবে। 

20161024_001333

৪. পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। এটাই আপনার পাখির সুস্থ থাকার সবচেয়ে বড় উপায়। তা শীত কিংবা গ্রীষ্মে। 

৫.  এ কারণে প্রতিদিন সকালে খাঁচার নিচে থাকা ট্রে টি পরিস্কার করুন। যদি ঐ ট্রে-তে ঘরে থাকা খবরের কাগজ বিছিয়ে দেন; তাহলে সরাসরি আর ট্রে পরিস্কারের দরকার পড়বে না। কিছুদিন পর করে খাঁচাটির লোহার শিখগুলো ভালোভাবে ঘষে পরিষ্কার করে দিন। 

৬.  খাবারের পানির দিকে সবসময় খেয়াল রাখবেন যেন পাখির বিষ্ঠা না থাকে। সে পানি খেয়েও আপনার পাখি অসুস্থ হয়ে যেতে পারে। 

৭. শীতে রোদ্রস্নান করতে পাখিরা খুব পছন্দ করে। একটা কথা মনে রাখবেন, আপনি শীতকে উপলক্ষ্য করে যে খাবার পানি দিচ্ছেন; দেখবেন সেই পানিতেই ওরা গোসল করা শুরু করে দিয়েছে। তাই  শীত উপযোগী বিশেষ খাবার পানি তৈরি করার সময় একটু বাড়তি করে রেখে দিতে পারেন। যখন গোসল শেষ হবে পানি পরিবর্তন করে দেবেন। তাহলে পাখিটি সুস্থ থাকতে পারবে।  

৮. যদি আপনার পাখির মধ্যে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেন তাহলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ  নিয়ে ভিটামিন খাওয়ান। 

এতকিছুর পর আশা করছি আপনার পাখি ভালো থাকবে। তাহলে আপনিও ভালো থাকতে পারবেন। কারণ ঐ পাখির আনন্দই আপনার আনন্দ। পাখিপ্রেমির কাছে এ কথাটি বেশ সত্য। 

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G