হাসপাতালে ভর্তি স্টিফেন হকিং

প্রকাশঃ ডিসেম্বর ৩, ২০১৬ সময়ঃ ১২:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:

hawkingsব্রিটিশ পদার্থবিদ স্টিফেন হকিংকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাৎক্ষণিকভাবে রোমের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তাঁর মুখপাত্র এবং একই সাথে তিনি আস্বস্ত করে বলেন, ‘মনে হচ্ছে তার অবস্থা খুব একটি গুরুতর না’। খবর টেলিগ্রাফের।

একটি সম্মেলনে যোগ দিতে রোমে গিয়েছিলেন হকিং। সোমবার পোপের সঙ্গে দেখা করার কথাও ছিল তাঁর।

জটিল মোটর নিউরন ডিজিজে আক্রান্ত হকিংয়ের বয়স হয়েছে ৭৪ বছর।

হাসপাতাল সূত্র জানিয়েছে, বাড়তি সতর্কতার জন্য অতিরিক্ত একটি রাত হয়তো হকিংকে হাসপাতালে থাকতে হতে পারে। তবে তার অবস্থা চিকিৎসকদের নিয়ন্ত্রণে।

‘এ ব্রিফ হিস্ট্রি অব টাইম’এর লেখক স্টিফেন হকিং বিশেষ এক ধরনের কম্পিউটারের সাহায্যে কথা বলেন। ভ্রমণের সময় তার সঙ্গে থাকেন দু’জন নার্স।

ইতালির রোমের জেমেলি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এই হাসপাতালটিকে রোমের অন্যতম সেরা হাসপাতাল বলে মনে করা হয়।

প্রতিক্ষণ/এডি/অনু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G