ময়না তদন্ত শেষে ভিসেরা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহের ময়না তদন্ত শেষে ভিসেরা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হযেছে। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ পরীক্ষা করা হয়।
ময়নাতদন্ত শেষে চিকিৎসক জানিয়েছেন, প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ জানতে ভিসেরা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
বেলা ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা হওয়ার কথা রয়েছে। সেখান থেকে তার মরদেহ নেয়া হবে পৈত্রিক নিবাস ময়মনসিংহে। সেখানে ২য় জানাজা শেষে বাগমারায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে জাপানি রেস্তোঁরা সামদাদোতে মারা যান ছাত্রলীগের সাবেক এই কেন্দ্রীয় নেতা।
প্রতিক্ষণ/এডি/অনু