ব্রিটিশ টিনেজারের অ্যাপ ২৪০ কোটিতে বিক্রি!
নিক ডা’লইসিও, বর্তমানে বয়স ২১ বছর। একজন ব্রিটিশ কম্পিউটার প্রোগ্রামার এবং ইন্টারনেট এন্টারপ্রেনার। ২০১৩ সালে তার তৈরি জনপ্রিয় আইফোন অ্যাপ সামলি ৩০ মিলিয়ন ডলার বা বাংলাদেশি টাকায় ২৪০ কোটিতে কিনে নেয় টেক জায়ান্ট ইয়াহু! তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর।
সে এই অ্যাপটি তৈরি করেছিল ১৫ বছর বয়সে। নিজের চেষ্টায় বিশ্বের সবচেয়ে ধনী কিশোর হওয়া সত্ত্বেও অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ফিলোসফি ও কম্পিউটার সায়েন্স পড়া শুরু করে। ডা’লইসিও মাত্র পনের বছর বয়সে প্রযুক্তিতে ভেঞ্চার ক্যাপিটাল প্রাপ্ত সবচেয়ে কনিষ্ঠ ব্যক্তি হিসেবে স্বীকৃত।
এছাড়াও সামলি এবং ইয়াহুতে তার কাজের জন্য নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট জার্নাল কর্তৃক “ইনোভেটর অব দ্য ইয়ার” এওয়ার্ড পেয়েছে। ডা’লইসিও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কিশোর হিসেবেও টাইম ম্যাগাজিনের “টাইম ১০০” তে সে যুক্ত হয়েছিল।
তাকে নিয়ে এখন পর্যন্ত অনেক নিউজ ও সাক্ষাৎকার বের হয়েছে। নিউজ চ্যানেল সিএনএন- এ দেওয়া একটি লাইভ সাক্ষাৎকারে তার বাচনভঙ্গি ও কথা বলার সাবলীলতা ছিল সত্যি অবাক করার মতো।
প্রতিক্ষণ/এডি/তাজিন