গুগলের স্মার্টফোন গুগল পিক্সেল

প্রকাশঃ জানুয়ারি ১২, ২০১৭ সময়ঃ ১০:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

google 01বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত উন্মোচিত হয়েছে গুগলের স্মার্টফোন গুগল পিক্সেল। মোবাইলটির উন্মোচনের মধ্য দিয়ে হার্ডওয়্যারের ক্ষেত্রে এক নতুন যাত্রা শুরু করলো এই সার্চ জায়ান্ট।
নতুন এই স্মার্টফোনটির গুগল পিক্সেল এবং পিক্সেল এক্সএল নামে দুটি ভার্সন রয়েছে। উভয় ভার্সনেই আছে দারুণ সব ফিচার। গুগলের পক্ষ থেকে দাবি করা হয়, এটাই একমাত্র ফোন যেটির হার্ডওয়্যার এবং সফটওয়্যার google 02দুটোই গুগল তৈরি করেছে।

গুগল পিক্সেলে আছে ৫ ইঞ্চির সম্পূর্ণ অ্যামোলেড ডিসপ্লে এবং পিক্সেল এক্সএলে আছে ৫ দশমিক ৫ ইঞ্চির ডিসপ্লে। দুটি ফোনেরই স্ক্রিন রক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাস। এছাড়া এতে অ্যালুমিনিয়াম এবং গ্লাস ফিচার রয়েছে। সর্বশেষ অ্যান্ড্রয়েড ভার্সন: গুগল স্মার্টফোনের দুটি ভার্সনেই সর্বশেষ অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড নুগাট ব্যবহার করা হয়েছে। র‌্যাম এবং স্টোরেজ: দুটি ফোনই ৪ গিগা র‌্যাম দিয়ে পরিচালিত।

এছাড়া এগুলোর ইন্টারনাল স্টোরেজ ক্ষমতা ৩২ গিগা এবং ১২৮ গিগা এই দুই অপশনে পাওয়া যাবে। পিক্সেল ফোনে রয়েছে ১২ দশমিক ৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ। এর ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।

গুগলের দুটি স্মার্টফোনের পেছনেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। কালার অপশন: স্মার্টফোনটি তিনটি রঙয়ে পাওয়া যাবে। এগুলো হলো- কালো, রূপালি এবং নীল। গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন গুগল পিক্সেল। এর অনবদ্য বিভিন্ন ফিচারের কারণে একে অনেকেই বাজারের সেরা স্মার্টফোন বলছেন।

প্রতিক্ষণ/এডি/এস.টি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G