নিজের গল্পে উপস্থাপনায় রিয়াজ

প্রথম প্রকাশঃ জানুয়ারি ১৪, ২০১৭ সময়ঃ ২:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৮ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্কঃ

IMG_5674

উপস্থাপনায় অনেক আগেই আত্নপ্রকাশ করলেও এবার একটু ভিন্ন ভাবেই টিভি পর্দায় আসছেন জনপ্রিয় নায়ক রিয়াজ । একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন ‘আমার ছবি আমার গান’ অনুষ্ঠানে তার নিজের অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র, গান এবং পর্দার পেছনের গল্প থেকে শুরু করে দর্শকদের জানাবেন নায়ক রিয়াজ হয়ে ওঠার শুরুর গল্প।

অনুষ্ঠানটিতে দেখানো হবে তাঁর অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় কিছু গান। ভিন্ন কোনো উপস্থাপক নয়; নিজেই উপস্থাপক হয়ে বলবেন সেই গানগুলো সম্পর্কে এবং জানাবেন নিজের অভিনীত চলচ্চিত্রের পর্দার পেছনের না জানা গল্প, তৎকালীন উল্লেখযোগ্য ঘটনা এবং শুটিং অভিজ্ঞতার কথা ।

IMG_6290

এ সম্পর্কে রিয়াজ বলেন “ভিন্ন ধরনের একটি আয়োজন এটি, একুশে টেলিভিশনকে ধন্যবাদ এ ধরণের অনুষ্ঠান বানানোর জন্য, আশা করছি দর্শকদের ভালো লাগবে”। ইতিমধ্যে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠানটির শুটিং সম্পন্ন হয়েছে।

ফারহানা নিশো’র পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সিফাত তন্ময় এবং সোহেল রানা সবুজ । অনুষ্ঠানটি প্রচার হবে প্রতি বৃহস্পতিবার রাত দশটায় ।

প্রতিক্ষণ/এডি/এস. টি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G