চার্জে চলবে বাস
প্রতিক্ষণ ডেস্ক:
জলবায়ু পরিবর্তনে দায়ী কার্বন ডাই-অক্সাইডের বড় একটি অংশ নির্গত হয়ে থাকে গণপরিবহন থেকে। বায়ুমণ্ডলে এর পরিমাণ বেড়ে যাওয়ায় বাড়ছে তাপমাত্রা । বিরূপ আচরণ করছে প্রকৃতি। তবে এখন আর গণপরিবহন থেকে নির্গত হবে না কার্বন ডাই-অক্সাইড। (টিজিপি) এবং আরও কয়েকটি প্রতিষ্ঠানের যৌথভাবে তৈরী করেছে ব্যাটারিচালিত চার্জের বাস। এ বাসটির নাম দেয়া হয়েছে টোসা।
১৩০ জনের বেশি ধারণ ক্ষমতাসম্পন্ন এ বাসের ব্যতিক্রমী বৈশিষ্ট্য হল, এতে থাকা ফ্ল্যাশ-চার্জিং প্রযুক্তি। এটি বাসের ব্যাটারিকে ১৫ মিনিটের জন্য চার্জিত করে। যাত্রী ওঠানো-নামানোর সময় বাসস্ট্যান্ডে থাকা বৈদ্যুতিক বাক্স থেকে মাত্র ১৫ সেকেন্ড সময়ের মধ্যেই বাসগুলোর চার্জার ৬০০ কিলোওয়াট বিদ্যুৎ সঞ্চয় করে অনয়াসেই ২ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে।বিরতির সময় ৪-৫ মিনিটে প্রয়োজনীয় চার্জ দিয়ে ব্যাটারিগুলো প্রস্তুত রাখা সম্ভব।
২০১৭ সাল নাগাদ বাসগুলো জেনেভার এয়ারপোর্ট রোডে চলতে দেখা যাবে। পুরোদমে রাস্তায় নামানো হবে ২০১৮ সালে। এতে করে বছরে প্রায় ১ হাজার টন কার্বন ডাই-অক্সাইড কম নির্গত হবে জেনেভায়। আশা করা হচ্ছে, টোসা গণপরিবহনে যুক্ত হলে বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
প্রতিক্ষণ/এডি/এস.আর.এস