নিজস্ব প্রতিবেদক
ঢাকাই ছবির ব্যস্ত নায়িকা পরীমনিকে দেখা যাবে নাটকে। সুপার হিরো নিলয়ের সঙ্গে জুটি বেঁধে ‘একটুখানি ভুল’ নামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। নির্মাতা শাহাজাদা মামুনের পরিচালনায় নাটকটির শুটিং হয়েছিল ২০১৪ সালের দিকে। তখন পরীমনি চিত্রনায়িকা হয়ে ওঠেননি। টিভি পর্দার মাধ্যমে সবে শোবিজে কাজ শুরু করেন। তখনই নিলয়কে নিয়ে এ নাটকটি নির্মাণ করা হয়।
এ প্রসঙ্গে নির্মাতা শাহাজাদা মামুন বলেন, ‘তিন বছর আগে নাটকটি নির্মাণ করেছি। পরে নানা জটিলতায় নাটকটি আর প্রচারের মুখ দেখেনি। এবার প্রচারের চেষ্টা চলছে। একটি চ্যানেলের সঙ্গে কথা হচ্ছে। তারা কনফার্ম করলেই তারিখ নিশ্চিত করে দর্শকদের জানিয়ে দেয়া হবে।’
এদিকে নাটকটির বিষয়ে নিলয় বলেন, ‘নাটকের ক্ষেত্রে সাধারণত ঝুলে থাকার ঘটনা ঘটে না। পরীমনির সঙ্গে যে নাটকে অভিনয় করেছি সেটি দুর্ভাগ্যক্রমে ঝুলে রয়েছে। এটির কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। শুনে খুব ভালো লাগছে যে এবার নাটকটি প্রচারে আসছে।’