জাতিসংঘে ভারতের একমাত্র বাধা চীন

প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০১৫ সময়ঃ ২:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

full_1471059666_1422864080ভারত, চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার বিকালে বেইজিংয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন। সেই বৈঠকে জাতিসংঘে স্থায়ী আসন লাভের উদ্দেশে চীনের সঙ্গে ভারতের সুসম্পর্ক গড়ে তোলার দিকে জোর দিতে পারেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

জাতিসংঘে স্থায়ী সদস্য হিসেবে ভারতের জায়গা করে নেয়া বিরুদ্ধে একমাত্র বিরোধতা করে এসেছে চীন।
তাই রাশিয়াকে পাশে নিয়ে এবার স্থায়ী সদস্য পদ পেতে চীনের ওপর চাপ তৈরি করতে পারেন সুষমা।
গতকাল বেইজিংয়ে ভারত-চীন মিডিয়া ফোরামে সুষমা ২ দেশের সম্পর্ক উন্নয়নে কয়েক দফা প্রস্তাব তুলে ধরেন। যার মধ্যে রয়েছে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে অভিন্ন অবস্থান, ২ দেশের মধ্যে উন্নত যোগাযোগসহ একগুচ্ছ প্রস্তাব।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন অনুসরণ করে চলতি শতাব্দীকে ‘এশিয়ার শতাব্দী’ হিসেবে গড়ে তুলতে চীনের কার্যকর সাহায্য চাইবে ভারত। পাশাপাশি সুষমা স্বরাজ বলেন, চীনের সঙ্গে সীমান্ত নিয়ে বিরোধের সমাধানে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিরক্ষা খাতে দুই দেশের সম্পর্কোন্নয়ন নিয়ে বিদেশমন্ত্রী বলেন, ২ দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে যোগাযোগ তৈরি এবং তা বাড়ানোর জন্য আমরা যথেষ্ট উন্নতি করেছি।
তিনি আরাে বলেন, শুধু দ্বিপাক্ষিকভাবেই নয়, ভারত ও চীন নানা বহুপাক্ষিক সংস্থায় যুক্ত থেকে একে অন্যের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করেছে।

এ প্রসঙ্গে তিনি ব্রিকসের কথাও উল্লেখ করেন। ২ দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে ভারতের আগ্রহের কথা স্পষ্ট করেছেন সুষমা। তিনি বলেন, চীনা সংস্থাগুলোর জন্য ভারতে ব্যবসার পথ আমরা সহজ করেছি। আমরা চাই, এবার ভারতের ব্যবসায়ীদেরও সুযোগ দেয়া হোক।

 

প্রতিক্ষণ/এডি/রায়হান

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G