মানুষের ঢল সাংবাদিক শিমুলের জানাজায়

প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০১৭ সময়ঃ ১:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৬ অপরাহ্ণ

milonসিরাজগঞ্জের শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মীরুর গুলিতে নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় হাজারো মানুষের ঢল নামে। শনিবার বেলা পৌনে ১১টায় শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। পরে শিমুলের মরদেহ তার নিজ গ্রামের বাড়ি মাদলা-কাকিলাবাড়িতে নেয়া হয়। বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে মাদলা-কাকিলাবাড়ি কবরস্থানে দাফন করা হবে।
এদিকে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিরাজগঞ্জ ও শাহজাদপুরের কর্মরত সাংবাদিকেরা।

অপরদিকে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে ডাকা অর্ধদিবস হরতাল স্বতঃস্ফুর্তভাবেই পালিত হয়েছে।

প্রসঙ্গত, শাহজাদপুর পৌর মেয়রের ব্যক্তিগত শর্টগানের গুলিতে দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার দুপুরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় তার মৃতু হয়।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G