ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা অমিত হাসান। প্রায় ২৩ বছরের দীর্ঘ অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র। ‘পেইন্টার’ নামের একটি টেলিফিল্ম নির্মাণের মাধ্যমে পরিচালকের খাতায় নাম লেখাচ্ছেন অমিত হাসান। পরিচালনার বাইরে এতে মৌসুমীর বিপরীতে অভিনয়ও করবেন তিনি।
এ প্রসঙ্গে অমিত বলেন, ‘পেইন্টার’ নামের একটি টেলিফিল্মের কাজ শুরু করব। এটির গল্পও আমি লিখেছি। এটিই হতে যাচ্ছে আমার প্রথম নির্মাণ। যেহেতু এটা প্রথম নির্মাণ তাই বিষয়টি নিয়ে এক্সসাইডেট। আগামী মার্চের দিকেই শুটিং শুরু করব। শুটিং শুরুর আগে সংবাদ সম্মেলন করে সবাইকে জানাব।’
মৌসুমী জানান, ‘গল্প শুনে ভালো লেগেছে। তাই কাজ করছি।’
পরিচালনার পাশাপাশি ‘পেইন্টার’ টেলিফিল্মটির গল্পও লিখেছেন অমিত হাসান। বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় ছাড়াও বর্তমানে এ তারকা বর্তমানে বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রতিক্ষণ/এডি/এস.আর.এস