প্রতিক্ষণ ডেস্কঃ
১৯ বছর বয়সে আমাদের দেশে তরুণ তরুণীরা হয় কলেজ-বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে গাদাগাদি করে থাকে। অথবা পরিবারের সাথে থাকে, যেখানে বাবা মায়ের শাসনে তাদের প্রাণ ওষ্ঠাগত হবার যোগাড়। কিন্তু এই বয়সেই কাইলি জেনার নিজের টাকায় তিন তিনটি বাড়ির মালিক।
‘কিপিং আপ উইথ কারাদারশিয়ান’- টিভি সিরিজের এই তারকার তিনটি বাড়ির মধ্যে দুটিই লস এঞ্জেলেসে। হিডেন হিলসের চার বেডরুম, চার বাথরুমের তৃতীয় বাড়িটি তাঁর বর্ধিষ্ণু মেক-আপ ব্যবসার অফিস হিসেবেও কাজে লাগাতে পারেন বলে বিনোদন ওয়েবসাইটগুলোর ধারণা। বাড়িটির দাম পড়েছে ৪৫ লাখ মার্কিন ডলার।
হিডেন হিলসে তাঁর ৬০ লাখ ডলার মূল্যের আরেকটি বাড়ি আছে। ওটাতেই তিনি বেশি সময় কাটান। জেনিফার লোপেজ, মাইলি সাইরাস, জেসিকা সিম্পসনের মত তারকারাও এই এলাকায় বসবাস করেন। তাঁর ২০ বছর বয়সী বোন সুপারমডেল কিন্ডেল জেনারও হলিউড হিলে ৬৫ লাখ মার্কিন ডলার খরচ করে একটি বাড়ি কিনেছেন।
প্রতিক্ষণ/এডি/নাজমুল