সানগ্লাস পড়লেই সব কিছু বাস্তব
প্রতিক্ষণ ডেস্ক:
অনলাইন ইমেজ শেয়ারিং এর প্রতিষ্ঠান স্ন্যাপচ্যাট হঠাৎ করেই এক বিশেষ চমক দিয়ে চমকে দিয়েছে সবাইকে । ভিডিও করে সরাসরি অনলাইনে শেয়ার করা যাবে এমন একটি বিশেষ সানগ্লাস উন্মুক্ত করেছে এই মেসেজিং অ্যাপ কোম্পানি । আর এই অভিনব সানগ্লাসটির নাম রাখা হয়েছে স্পেকট্যাকলস, স্ন্যাপচ্যাপ এই প্রথম কোন হার্ডওয়্যার প্রোডাক্ট উন্মুক্ত করলেও আসল চমক অন্য জায়গায় এই ডিভাইসটি আনার সাথে সাথেই স্ন্যাপচ্যাট কোম্পানি বদলে ফেলেছে তাদের নাম।
কারণ ভিডিও শেয়ারিং যোগ হবার কারণে প্রতিষ্ঠানটি আর শুধূ চ্যাটিং এ সীমাবদ্ধ থাকছে না ফলে তারা নতুন নাম ধারণ করেছে শুধু স্ন্যাপ ।’স্পেকট্যাকলস’ নামের এই সানগ্লাসে একটা ছোট ক্যামেরা বসানো রয়েছে যাতে লেন্সের কোণ হচ্ছে ১১৫ ডিগ্রি। ফলে এতে ধারণ করা ভিডিও দেখলে মনে হবে যেন মানুষের চোখ দিয়েই দেখা দৃশ্য দেখছেন আপনি।
আর এই ক্যামেরা দিয়েছে ধারণ করা ভিডিও সরাসরি স্ন্যাপচ্যাট এ্যাপে চলে যাবে, এবং সেখান থেকেই তা অন্য ব্যবহারকারীদের সাথে শেয়ার করা যাবে। এছাড়াও সানগ্লাসের কোণায় থাকা একটি বোতামে চেপে সর্বোচ্চ দশ সেকেন্ড পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, যা স্মার্টফোনে তারবিহীনভাবেই পাঠানো যাবে।
মোট তিনটি ভিন্ন রঙে সানগ্লাসটি পাওয়া যাবে। আর দাম হবে ১২৯.৯৯ ডলার।