৫০০ জনের পরিবার!

প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০১৭ সময়ঃ ৪:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৫ অপরাহ্ণ

01পূর্ব-পশ্চিম ডেস্কঃ

চীনের ঝেজিয়াং প্রদেশের শিসে নামক গ্রামে একটি পারিবারিক পুনর্মিলনীতে প্রায় ৫০০ জন সদস্য সমবেত হয়। চন্দ্র নববর্ষে পরিবারের সবাই সমবেত হয়ে একসাথে খাওয়া দাওয়ার আয়োজন করা চীনে একটি দীর্ঘদিনের প্রথা।

ফটোগ্রাফার ঝ্যাং লিয়াংজং ড্রোন ক্যামেরার সাহায়্যে একই ফ্রেমে পরিবারের সবাইকে বন্দী করার চেষ্টা করেন। তিনি জানান, ৮৫১ বছর আগে থেকেই এই পরিবারের বংশতালিকা সংরক্ষণ করা হয়। কিন্তু তালিকাটি বিগত ৮০ বছরে তেমন একটা হালনাগাদ করা হয় নি। সম্প্রতি বয়োজ্যেষ্ঠদের উদ্যোগে পুনর্মিলনীর আয়োজন করা হলে সর্বত্র খোঁজ নিয়ে দেখা যায় পরিবারটির বংশধরদের সদস্য সংখ্যা ২০০০ ছাড়িয়ে গেছে। তবে পারিবারিক এই পুনর্মিলনীতে ৫০০ জনের বেশি সদস্যকে একসাথে সমবেত করা যায় নি।

গ্রামের সর্দার রেন তুয়ানজি চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জিনহুয়াকে বলেন, ‘আমাদের বংশধরেরা কে কোথায় আছে, কি কাজ করছে, কেমন আছে- এসব জানার জন্যই এই পুনর্মিলনীর আয়োজন। আরেকটা কারন হল, তরুণদেরকে নিজের শেকড়, নিজের আত্মপরিচয় সম্পর্কে ওয়াকিবহাল করা। তারা যেখানেই যাক না কেন, যে পেশায়ই নিয়োজিত থাকুক না কেন, নিজের পরিবারকে যেন ভুলে না যায়’। কাকতালীয়ভাবে ‘রেন’ শব্দের অর্থ হল ‘পুনর্মিলনী’। তিনি এই পরিবারের ২৬তম প্রজন্মের সদস্য।

বিশাল এই পরিবারের  ছবিগুলো চীনের জাতীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও বেশ সারা ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে অনেকে মজা করে প্রশ্ন তুলেছে, এই পরিবারের সদস্যরা কি সবাই সবাইকে চিনে? বংশের মধ্যে বিয়ে করা রীতিসিদ্ধ?

 

প্রতিক্ষণ/এডি/নাজমুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G