ফিরে আসছে নোকিয়া ৩৩১০
এই মুহূর্তে তথ্য প্রযুক্তির জগতের সবচেয়ে বড় খবর হল নোকিয়ার ৩৩১০ মডেলের মোবাইল ফোনটি আবারো বাজারে ফিরে আসছে। বিশ্ব মোবাইল কংগ্রেস অনুষ্ঠানে জানানো হয় ফিনল্যান্ডে প্রস্তুতকৃত এই ঐতিহাসিক মডেলের ফোনটি এ মাসের শেষ নাগাদ বাজারজাত করা হবে।
২০০০ সালে সর্বপ্রথম ৩৩১০ মডেলের মুঠোফোনটি বাজারে ছাড়ে নোকিয়া। একবার চার্জ দিলে ফোনটি চলত অনেকক্ষণ। হাত থেকে পড়ে গেলে সহজে ভাঙতো না, তেমন কোন ক্ষতিও হতো না। আর এটি জনপ্রিয় হবার আরেকটি কারন হল ‘স্নেক’ গেম।
ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেয় এই ফোন। তবে নতুন করে বাজারে আসলে এতে কি কি ফিচার যুক্ত হবে তা এখনো খোলাসা করে নি নোকিয়া কর্তৃপক্ষ। একটি সূত্র জানায় এর দাম ৫০০০ টাকার মতো হবে।
ফিচার | নোকিয়া ৩৩১০ | আইফোন ৭ |
ব্যাটারি | দীর্ঘস্থায়ী | ক্ষণস্থায়ী |
সেরা গেম | স্নেক | পোকেমন গো |
ক্যামেরা | নাই | ১২ মেগাপিক্সেল |
দাম | ৫০০০ টাকা (আনুমানিক) | ৬০০০০ টাকা থেকে শুরু |
সহনশীলতা | নিশ্চিন্তে ঘরের মেঝেতে আছাড় দেয়া যায় | হাত থেকে পড়লে পর্দা ফেটে যাবে |
ওজন | ১৩৩ গ্রাম | ১৩৮ গ্রাম |
প্রতিক্ষণ/এডি/নাজমুল