আইএস থেকে বাবা-মার কাছে ফিরে এলেন তরুণী
অনলাইন ডেস্ক, প্রতিক্ষণ ডট কম
আইএস-এ যোগ দিতে বান্ধবীর সঙ্গে তুরস্ক পাড়ি দিয়েছিলেন এক ভারতীয় তরুণী, ভুল ভাঙল মাঝপথেই৷ তুরস্ক থেকেই কাতারের দোহায় বাবা-মার কাছে ফিরে আসেন হায়দরাবাদের বাসিন্দা ১৯ বছর বয়সি ওই তরুণী৷ তারপর গোটা পরিবার হায়দরাবাদে ফিরে আসলে পুলিশের তরফে তাদের জিজ্ঞাসাবাদও করা হয়৷ তবে তিনি যেহেতু কোনও জঙ্গি প্রশিক্ষণে যোগ দেননি তাই তাকে গ্রেপ্তার করা হয়নি৷
প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছিল তিনি আইসিস শিবিরে বেশ কিছুদিন রাঁধুনির কাজ করার পর তাদের মতাদর্শে বিরক্ত হয়ে ফিরে আসেন৷ তবে পুলিশের তরফে এই জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয়েছে৷
হায়দরাবাদের পুলিশ কমিশনার মহেন্দর রেড্ডির কথায়, ‘উনি ইরাক বা সিরিয়া পর্যন্ত পৌঁছতেই পারেননি৷ তার আগেই ফিরে আসেন৷’ ঠিক কী কারণে তরুণী ফিরে আসেন তা এখনও স্পষ্ট নয়, তবে পুলিশ জানিয়েছে তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে তাদের কোনও ভূমিকা ছিল না৷ তিনি সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই ফিরেছেন৷ পুলিশকে তিনি এও জানিয়েছেন, যে ওই মতাদর্শে তিনি বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন৷
প্রতিক্ষণ/এডি/রাজু