বাংলাদেশ সীমান্তে গেট খুলেছে মিয়ানমার

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৭ সময়ঃ ১১:১৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৬ অপরাহ্ণ

myanmar border gateমিয়ানমারের রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরে চলা সেনাবাহিনীর অভিযান সমাপ্ত ঘোষণার পর বাংলাদেশ সীমান্তের এক নম্বর গেট খুলে দিয়েছে মিয়ানমার। ২০১৬ সালের ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় বেশ কয়েকটি নিরাপত্তা পোস্টে  হামলায় নয় পুলিশ সদস্য নিহত হবার ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে সেনা অভিযান শুরু হয়। সীমান্তের ওই গেইটটি দিয়ে মাওংতাও এবং রাখাইন রাজ্যে যাতায়াত করা যায়। গত চার মাস থেকে বাংলাদেশের সাথে মিয়ানমারের সবগুলো সীমান্ত গেইট বন্ধ রাখা হয়েছিল।

সামরিক অভিযানের সময় দেশটিতে রাখাইন প্রদেশের মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্মম অত্যাচার চালানো হয়। জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছিল, সেনাবাহিনীর অভিযানের নাম করে রাখাইন রাজ্যে যে নিপীড়ন চলছে তা মানবতাবিরোধী অপরাধ হতে পারে।

সেখানে জাতিগত নিধনও চালানো হয়ে থাকতে পারে। জাতিসংঘের এক হিসেব অনুযায়ী, গত চার মাসে প্রায় ৬৯ হাজার রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তবে রাখাইন রাজ্যে হত্যা, নির্যাতন এবং গণধর্ষণের মত অভিযোগগুলো অস্বীকার করেছে সেনাবাহিনী।

২০১৬ সালের ১০ অক্টোবর থেকে মাওংতাওয়ে সকাল-সন্ধ্যা কারফিউ জারি করা হয়। সম্প্রতি অঞ্চলটিতে স্থিতিশীলতা ফিরিয়ে এসেছে দাবী করে কারফিউয়ের সময় কমিয়েছে মিয়ানমারের কর্তৃত্ববাদী সরকার।

প্রতিক্ষণ/এডি/নাজমুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G