সাধারণ মানুষের পাশে মন্ত্রী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজশাহী বিভাগে সাংগঠনিক সফরে দলীয় কর্মসূচিতে অংশ নেয়ার পাশাপাশি সাধারন মানুষের সঙ্গে মেশার অদ্ভুত গুণের কারণে আলোচনায় এসেছেন। মন্ত্রী নিজস্ব ফেসবুক পেজে রাজশাহী সফরের ছবি তুলে ধরলে সেগুলো মুহুর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ছবিতে দেখা যায়, একটি অস্থায়ী দোকানে বসে কালাই রুটি দিয়ে শনিবার সকালে নাশতা করছেন সেতুমন্ত্রী। তারা সঙ্গে সাধারন মানুষ। কোন প্রটোকোলের দৌড়াত্ন নেই সেখানে। তিনি সবার সঙ্গে কথা বলছেন। খাওয়া-দাওয়া সেরে নিচ্ছেন।
জানাযায়, শনিবার সকালে রাজশাহী সার্কিট হাউস থেকে হাঁটতে বের হন মন্ত্রী। তিনি সাধারণ মানুষদের সঙ্গে আড্ডা দেন, শোনেন তাদের বিভিন্ন অভাব-অভিযোগের কথা। এরপর যান শ্রীরামপুরের পদ্মার পাড়। শহর রক্ষা বাঁধের ওপর দোকান বিছিয়ে সবে কালাই-রুটিতে তা দেওয়া শুরু করেছেন দোকানি। হাঁটতে হাঁটতে হঠাৎ সেখানে উপস্থিত মন্ত্রী! তিনি দোকানে এসে বসলেন, গরম-গরম কালাই রুটি খেলেন। সঙ্গে প্রাণখোলা আড্ডায় মেতে উঠলেন সাধারণ মানুষদের সঙ্গে।
ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক কাদের নিয়মিতই সাধারন মানুষের সঙ্গে মিশে যেতে পছন্দ করেন। সে ছবিগুলো পরবর্তীতে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মধ্যমে ভাইরাল হয়ে যায়। একজন মন্ত্রীর এমন আচরণ মুগ্ধ করেছে দেশবাসীকে।
প্রতিক্ষণ/এডি/নাজমুল