তামিলনাড়ুতে আস্থাভোটে জয়ী পালানিস্বামী
তামিলনাড়ু বিধানসভায় শনিবার ২৩৪ জনের মধ্যে ১২২ জন দলীয় বিধায়কের সমর্থন পেয়ে আস্থাভোটে জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী পালানিস্বামী।
আদালতের রায়ে শশিকলার চার বছরের কারাদণ্ড হলে মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হন তিনি। মূলত মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর পরপরই উত্তাল হয় উঠে তামিল রাজনীতির মাঠ।
ভোটের দিন সকাল থেকেই তুমুল উত্তেজনা বিরাজ করছিলো বিধান সভায়।বিরোধী ডিএমকে, কংগ্রেস এমনকি পন্নির অনুগামী বিধায়কেরাও গোপন ব্যালটে ভোটাভুটির দাবি তোলেন।
সেই প্রস্তাবও খারিজ হলে ডিএমকে বিধায়কেরা সভায় ভাঙচুর করেন। দুবার অধিবেশন মুলতুবি ঘোষণা করার পর ৮৯ জন বিধায়ককে বহিস্কার করা হয়। শেষ বিকেলে ভোটাভুটিতে বিদায়ী মুখ্যমন্ত্রী তথা বহিষ্কৃত এডিএমকে নেতা ও পন্নিরসেলভমের পক্ষে ছিলেন মাত্র ১১ জন দলীয় বিধায়ক।
পন্নিরসেলভম এদিনের আস্থাভোটকে ‘প্রহসন’ বলে বর্ণনা করেছেন। আর পালানিস্বামীর কথায়, ‘‘শশিকলার প্রতিজ্ঞা পূরণ হয়েছে।’’
গত তিরিশ বছরে তামিলনাড়ু বিধানসভায় এমন বিশৃঙ্খলা দেখা যায়নি। বিকেলে ডিএমকে নেতা এম কে স্ট্যালিনকে মারিনা বিচ থেকে আটক করে পুলিশ।
প্রতিক্ষণ/এডি/নাজমুল