হে নীলাম্বরী, জ্বলে ওঠো ফাল্গুনী হাওয়ায়
শারমিন আকতার:
আজ বসন্ত মিলেছে মন খারাপের আকাশের সাথে। সারাদিন আকাশ মুখ ভাড় করে রেখেছে বসন্তের নিরব প্রশ্রয়ে। ডানা মেলে নীল আকাশে টইটই করে ঘুরে বেড়ানো দোয়েল, চড়ুই, টুনটুনিরা আজ এল না কোনো এক অজানা আশঙ্কায়।
অবশেষে ভর দুপুরে দুএকজন সাহস করে প্রতিদিনের মতো আমার শহুরে বারান্দার এককোণে চুপিচুপি এসে অপরাজিতার পাতার আড়ালে লুকোবার চেষ্টা করছিল। কেউ নেই ভেবে তাদের জন্য বরাদ্দ খাবার-পানি খেতে ব্যস্ত হয়ে পড়লো। বহুদিনের অতিথি তবুও এত ভয়!
ভোরের আলো পথ দেখিয়ে যাবার আগেই যে মা চড়ুই সবার অগোচরে ছোট্ট বাচ্চাটিকে সঙ্গে নিয়ে টবের আড়ালে লুকিয়ে অতি যত্মে মুখে খাবার তুলে দিত আর চারদিক সতর্ক চোখে তাকাতো; আজ সে এল না কেন? মন খারাপের আকাশ দেখে? তাইতো অপরাজিতার ফুলগুলোকেও আজকের আকাশের মতো অনুজ্জ্বল আর বড় বেশি ফ্যাকাসে লাগছে।
হে নীলাম্বরী আকাশ, তুমি ফাগুনের আগুনে জ্বলে ওঠো ফাল্গুনী হাওয়ায়।