ডেস্ক, প্রতিক্ষণ ডট কম
এবারের অমর একুশে গ্রন্থমেলায় বাংলা একাডেমি নিয়ে এসেছে নতুন ৯৫টি বই। বইগুলো একাডেমির নিজস্ব বিক্রয় কেন্দ্র থেকে ৩০ শতাংশ কমিশনে কেনার সুযোগ রয়েছে।
উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে, এমএ কাইয়ূম ও মোহাম্মদ আলীর লেখায় ‘মোহাম্মদ সাইদুর’, সুরঞ্জন রায়ের ‘জারিগান লোকধারার পারষ্পর্য’, রফিকুল ইসলাম সম্পাদিত ‘নজরুল নির্দেশিকা’, সত্যজিৎ রায় মজুমদারের ‘কবিয়াল গৌরপদ সরকার’, আহমেদ মমতাজের ‘শমসের গাজী’, আবুল আহসান চৌধুরী সম্পাদিত ‘আবদুল করিম সাহিত্য বিশারদ রচনাবলী ২য় ও ৩য় খণ্ড’, শামসুজ্জামান খানের সম্পাদনায় বাংলাদেশের জামালপুর, নড়াইল, পিরোজপুর, চাপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, রাঙামাটির লোকজ সংস্কৃতি গ্রন্থমালা’, সৌমিত্র শেখর এর ‘মোসলেম ভারত পত্রিকা; ‘বিষয় বিশ্লেষণ’, বদিউর রহমানের সম্পাদনায় সত্যেন সেন রচনাবলী (১ম থেকে ৫ম খণ্ড)’, বেলাল চৌধুরীর সম্পাদনায় আবু জাফর ওবায়দুল্লাহ রচনা সমগ্র ১ম খণ্ড’, শামসুজ্জামান খানের সম্পাদনায় ‘ফোকলোর সংগ্রহমালা’, সৈয়দ শামসুল হকের অপার্থিব তাঁতের বয়ান।
মেলায় একাডেমি চত্ত্বরসহ ৫টি বিক্রয়কেন্দ্রে এসব বই পাওয়া যাবে।
প্রতিক্ষণ/এডি/মুক্তা