মসুল বিমানবন্দরের দখল নিয়েছে ইরাকি বাহিনী
ইরাকের সরকারি বাহিনী আইএসকে হটিয়ে মসুলের আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রন নিয়েছে। ভয়ংকর গোলাগুলিতে বিমানবন্দরের ভবনসহ অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলের নিয়ন্ত্রণ নিতে সরকারি বাহিনী ও আইএসের মধ্যে পাঁচ দিন আগে রক্তক্ষয়ী যুদ্ধের সূত্রপাত ঘটে। প্রত্যক্ষদর্শী দুই পুলিশ সদস্য জানায়, সরকারি বাহিনী রানওয়ের নিয়ন্ত্রণ নিয়ে বিমানবন্দরের মূল ভবনের দিকে অগ্রসর হতে থাকলে আইএসের তীব্র প্রতিরোধের মুখোমুখি হয়। আইএস যোদ্ধারা বৃষ্টির মতো গুলিবর্ষণ করতে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি বাহিনীর এক সদস্য জানান, ইরাকি বাহিনীর পক্ষে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সৈন্যরাও এই যুদ্ধে অংশ নেয়। তবে তাদের সংখ্যা ঠিক কত হবে তা তিনি বলতে রাজি হননি।
লেবানন ভিত্তিক বেসরকারি টিভি চ্যানেল আল মায়াদিনে মসুল বিমানবন্দরের রক্তক্ষয়ী সংঘর্ষের কিছু ভিডিওচিত্র সম্প্রচার করা হয়। ওই সব ভিডিওচিত্রে দেখা যায়, একটি সামরিক হেলিকপ্টার আইএস নিয়ন্ত্রিত ভবনের দিকে গুলিবর্ষণ করছে।
ইরাকের সরকারি একটি সূত্র জানায়, মসুলের পশ্চিম অংশে সরকারি বাহিনীকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনীর বিশেষ একটি দল যোগদান করে। ফলে আইএস নিয়ন্ত্রিত দক্ষিণ অংশেও তারা অভিযান পরিচালনা করার সক্ষমতা লাভ করে। বিমানবন্দরটি শহরের দক্ষিণ অংশে অবস্থিত।
প্রতিক্ষণ/এডি/নাজমুল