নারিকেল ভেঙে বিশ্বরেকর্ড

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৭ সময়ঃ ৯:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

01এক মিনিটেরও কম সময়ে খালি হাতে ১২৪টি নারিকেল ভেঙ্গে বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের কেরেলার পুনজারের কোত্তায়াম জেলার বাসিন্দা অবেশ ডোমিনিক।

২৫ বছর বয়সী এই যুবক সম্প্রতি কেরেলা রাজ্যের একটি সিটি মলে প্রদর্শনী অনুষ্ঠানে মাত্র ৫০ সেকেন্ডে ১২৪টি নারিকেল ভেঙ্গে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন।

পেশায় মটর মেকানিক অবেশ ইতিমধ্যে, ইউনিভারসল রেকর্ড ফোরাম, লাইমকা বুক অব রেকর্ডসসহ বেশ কিছু বিশ্ব রেকর্ড বইয়ে বিভিন্ন প্রতিভা দেখিয়ে তার নাম লিখিয়েছেন।

অবেশের আগে খালি হাতে ১১৪ টি নারিকেল ভেঙ্গে রেকর্ড গড়েছিলেন জার্মানির বাসিন্দা মোহাম্মদ কাহিরমানভিক।

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G