প্রিন্স চার্লস আর প্রিন্সেস ডায়নার বিচ্ছেদ নিয়ে রায়ান মারফির নতুন টিভি সিরিজ তৈরি করছেন। দশ পর্বের এই টিভি সিরিজটির সম্প্রচার ২০১৮ সালে শুরু হবে। সিরিজটির নাম হবে ‘ফিউডঃ চার্লস ও ডায়না’।
১৯৯৬ চার্লস ও ডায়নার বিবাহ বিচ্ছেদ হয়। মাত্র এক বছর পরেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ডায়না মৃত্যুবরণ করেন।
এই টিভি সিরিজের প্রথম কিস্তি ‘ফিউডঃ বেটি ও জোয়ান’ এর সম্প্রচার শুরু হবার কয়েকদিন আগে এই ঘোষণা দেয় নেটওয়ার্ক এফএক্স।
দুই হলিউড তারকা বেটি ডেভিস ও জোয়ান ক্রফিল্ডের মধ্যে পর্দার আড়ালে যে দ্বন্দ্ব হয়েছিল সেটাকে উপজীব্য করে ‘ফিউড’ সিরিজের প্রথম কিস্তি নির্মাণ করা হয়।
‘হোয়াট এভার হ্যাপেন্ড টু বেবি জেন’ সিনেমায় একসাথে অভিনয় করার পর তাদের দ্বন্দ্ব চরমে পৌছায়। এর আগে তারা দীর্ঘদিন একসাথে কাজ করেছিল।
‘আমেরিকান হরর স্টোরি’ খ্যাত জেসিকা লাঞ্জ জোয়ান চরিত্রে অভিনয় করেন। বেটি চরিত্র ফুটিয়ে তোলেন সারাহ সারাডন।
‘নিপ/টাক’, ‘আমেরিকান হরর স্টোরি’ ও ‘আমেরিকান ক্রাইম স্টোরি’র মতো জনপ্রিয় টিভি সিরিজ নির্মাতা মারফি ‘ফিউড’ সিরিজটি পরিচালনা করছেন। এ মাসের শুরুতেই তিনি এই সিরিজের আরো কয়েকটি কিস্তি নির্মাণ করা হবে বলে ঘোষণা দেন।
‘আমি দুই নারীর মধ্যকার বিবাদ নিয়ে টিভি সিরিজ নির্মাণ করব না। এমনকি হলিউডের দ্বন্দ্বগুলো নিয়েও না। কারণ বেটি আর জোয়ানের দ্বন্দ্ব টপকে যাবার মতো ঘটনা আর ঘটেনি’ মারফি বলেন।
‘চার্লস আর ডায়নার ঘটনা আমাকে নাড়া দিয়ে গেছে কারণ এখানে মানসিক টানাপড়েন আর ভুল বুঝাবুঝির অদ্ভুত সম্মিলন ঘটেছে। তবে ঘটনার পেছনের ঘটনা প্রকাশ পেতে বেশ দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়, এমনকি ২০ থেকে ৪০ বছর পরে আসল ঘটনা বের হয়ে আসে’।
প্রতিক্ষণ/এডি/নাজমুল