আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালো ডোয়াইন স্মিথ

প্রথম প্রকাশঃ মার্চ ২, ২০১৭ সময়ঃ ৪:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৮ অপরাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের সাবেক ব্যাটসম্যান ডোয়াইন স্মিথ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বুধবার পাকিস্তান সুপার লীগে ইসলামাবাদ ও করাচির খেলা শেষে ৩৩ বছর বয়সী স্মিথ এই ঘোষণা দেন।

২০১৫ সালের বিশ্বকাপের পর থেকে ডোয়াইন স্মিথকে আর ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে দেখা যায় নি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে তিনি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র দলে খেলেন।

দেশের বাইরেও ডোয়াইন স্মিথ টি২০ ক্রিকেট খেলে যাচ্ছেন। পাকিস্তান সুপার লীগে তিনি ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলেন। ৫ এপ্রিল শুরু হতে যাওয়া আইপিএলে তিনি গুজরাট লায়নের হয়ে খেলবেন।

জাতীয় দলের হয়ে তিনি ১০৫টি একদিনের ম্যাচে ১৫৬০ রান এবং ৩৩টি টি২০-তে ৫৮২ রান সংগ্রহ করেন। গত দুই বছর ধরে জাতীয় দলে আর তার ডাক পরেনি।

প্রতিক্ষণ/এডি/নাহসু

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G