চলচ্চিত্র জগত সাংস্কৃতিক, ধর্মীয় এবং জাতিগত ভেদাভেদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বলে মত প্রকাশ করেছেন অস্কারজয়ী ইরানি চলচ্চিত্রকার আসগর ফরহাদি। ইউটিএ’র ‘ইউনাইটেড ভয়েস’ অনুষ্ঠানে একটি ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
ফারহাদি পরিচালিত ‘দ্য সেলসম্যান’ চলচ্চিত্রটি এবার শ্রেষ্ঠ বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কার পুরস্কার লাভ করে। অন্যায়ের বিরুদ্ধে চলচ্চিত্রজগত সবসময় ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাবে বলে আশাবাদী এই গুণী পরিচালক।
চলচ্চিত্রকেই মানবতার জয়গান পুরো পৃথিবীতে ছড়িয়ে দেয়ার শ্রেষ্ঠ মাধ্যম বলে মনে করেন তিনি। এর আগেও ‘এ সেপারেসন’ চলচ্চিত্রের জন্য একই বিভাগে অস্কার পেয়েছিলেন ফরহাদি।
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানসহ মুসলিম প্রধান সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে। প্রতিবাদে ফারহাদি অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানে যাবেন না বলে ঘোষণা দেন।