প্রিজনভ্যান উল্টে আসামীসহ আহত ৭
ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আসামি নিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারে যাওয়ার পথে পুলিশের একটি প্রিজনভ্যান উল্টে গেছে আহত হয়েছে ৭ জন।আহতদের মধ্যে গাড়িটির চালক, ছয় আসামিসহ সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন তেজগাঁও সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ জানান, ওই প্রিজনভ্যানে করে ২৪ আসামিকে কাশিমপুর কারাগারে নেওয়া হচ্ছিল। পথে তেজগাঁও সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায় প্রিজন ভ্যানটি। এতে সাতজন সামান্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি আরো জানান, দুর্ঘটনার পর আসামিসহ প্রিজনভ্যানটি তেজগাঁও থানা হেফাজতে নেওয়া হয়। পরে অন্য একটি প্রিজনভ্যানে করে আসামিদের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিক্ষণ/এডি/শাআ