মুন্সীগঞ্জের বিসিক নগরীতে আগুন; ক্ষতি ৪০ লাখ

প্রকাশঃ মার্চ ১১, ২০১৭ সময়ঃ ১:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫১ অপরাহ্ণ

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের মুক্তারপুর বিসিক শিল্পনগরীতে আগুনে পুড়ে গেছে চারটি মুদি দোকানসহ একটি প্লাষ্টিকের কারখানা। ফায়ার সার্ভিসের ওয়ার ইন্সপেক্টর মন্টু বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার ভোর পোনে পাঁচটায় আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস সেখানে ২টি ইউনিট নিয়ে পৌঁছান।

পরে নারায়ণগঞ্জ থেকে আরো একটি ইউনিট এলে মোট তিনটি ইউনিটের এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ৫টি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। প্লাষ্টিক কারখানায় থাকা ব্যবসায়ী মাসুদের শরীরের কিছুটা অংশ পুড়ে গেছে। প্লাষ্টিক কারখানার মালিক মাঈনদ্দীন দেওয়ান প্রতিক্ষণকে জানান, মাল ও মেসিনারিজসহ তাদের প্রায় ৩০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। ফায়াস সার্ভিসের প্রাথমিক ধারণা মতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G