মরুভূমিতে অনুসন্ধান চালাবে রোবট

প্রকাশঃ মার্চ ১৪, ২০১৭ সময়ঃ ৮:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

প্রযুক্তির ক্রমবিকাশের ধারায় বিজ্ঞানীরা মানুষকে এনে দিয়েছিলেন রোবট। গাড়ি চালানো থেকে শুরু করে রাস্তাঘাট ও দোকানপাটে সহায়তাকারী হিসেবে আবার কখনো ব্যবস্থাপকীয় কাজে রোবটের ভূমিকা তাক লাগানোর মতো।

আর তাই নতুন নতুন প্রযুক্তির রোবট নিয়ে গবেষনা চলছে বেশ জোড়েসোড়ে। এরই রেশ ধরে, এই প্রথম সৌর বিদ্যুৎ চালিত রোবট তৈরি করলেন বিজ্ঞানীরা।

শাইবট নামের এই রোবটটি তৈরি করেছে স্যান ফ্রান্সিসকো এবং ইতালির কালচারাল ইনস্টিটিউট। এর ডিজাইন করেছে ইতালির শিল্পী নরমা জেনি এবং একদল প্রকৌশলী।

অ্যালগারিদম ডিজাইনকে ভিত্তি করে তৈরি ক্ষুদ্রাকৃতির,স্বয়ংচালিত রোবট শাইবটে রয়েছে ছয়টি চাকা। এর ছাদে রয়েছে সোলার প্যানেল। এই প্যানেল থেকে ব্যাটারিতে শক্তি সঞ্চারিত হয়।

ক্যামেরা সমৃদ্ধ রোবটটি ভিডিও ও ছবি প্রেরণ করতে সক্ষম। চলার পথে কোনো প্রতিবন্ধকতা এলে সেটিকে এড়িয়ে চলতে পারে রোবট শাইবট। মূলত মরুভূমিতে অনুসন্ধানের কাজে এই রোবট ব্যবহার করা হবে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার একটি মরুভূমিতে রোবটটিকে পরীক্ষামূলকভাবে চালানো হয়।

 

প্রতিক্ষণ/এডি/এস.টি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G