কুমির যখন পরিবারের সদস্য

প্রকাশঃ মার্চ ১৮, ২০১৭ সময়ঃ ৭:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

কুমিরের মত প্রাণীর সংস্পর্শে যেতে চাওয়া হয়তো বেশীর ভাগ মানুষের জন্যই দুঃস্বপ্নের শামিল। কিন্তু এই দুঃস্বপ্নকে নিজের জীবনের আনন্দের অংশ করে নিয়েছেন নিউইয়র্কের বাসিন্দা এঞ্জেলা। ভালবেসে তিনি তার পোষা কুমিরের নাম দিয়েছেন লিলিগেটর। এঞ্জেলার দাবি, লিলিগেটর পৃথিবীর সবচেয়ে আদুরে কুমির।

মানুষের যত্নে যতোটা দায়িত্বশীল হওয়া প্রয়োজন, স্ত্রীলিঙ্গের এই কুমিরটির প্রতি ঠিক ততোটাই দায়িত্বশীল এঞ্জেলা। কুমির লিলিগেটরের হাত-পায়ের যত্ন থেকে শুরু করে ফ্যাশনেবল চশমা, বিভিন্ন পোশাকসহ আনুষঙ্গিক সব কিছুর ব্যবস্থাও করেছেন তিনি।

নিজের আদুরে কুমির প্রসঙ্গে এঞ্জেলা জানান, লিলি কাউকেই আঘাত করেনা। তার পরিবারের লোকজনও মেনে নিয়েছেন এই কুমিরকে নিজেদের পরিবারেরই একজন হিসেবে। তার অনুপস্থিতিতে লিলিগেটরের দেখাশোনা করেন তার পরিবারের সদস্য লরেন ।

প্রকৃতির বাস্তবতার কাছে ভালোবাসার মায়া হেরে যায়। লিলিগেটরের এখন শারীরিক দৈর্ঘ্য সাড়ে ৪ ফুট। হাজার হলেও নিজের পোষা বলে কথা, তাই এঞ্জেলা মনে করেন আকার বৃদ্ধি পেলেও লিলিগেটর তার কাছে থাকলেই বরং ভালো থাকবে।

 

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G