আমার মৃত্যুই আমার কাছে কিয়ামত সমতুল্য
এ.কে.এম.মাহফুজুর রহমান :
তিমির-নিশি। সুনসান নীরবতা। অথচ মিহি সুরে দূরে কোথাও কুকুর ঘেউঘেউ করছে। রান্নাঘরের খোঁজে বিড়াল নিদ্রাহীন। দেয়ালে টিকটিকি দেয়াল ঘড়ির কাটার সঙ্গে পাল্লা দিয়ে-“মৃত্যুই সত্য, মৃত্যুই শাশ্বত “ঘোষণা করে চলছে ক্লান্তিহীন। কবুতরের কোরুর কোরুর ডাক হৃদয়ে বাজছে। অস্ফুট চিন্তা ছিনতাই হচ্ছে অবিরাম।
শিয়াল ডাকছে তার স্বরে। বুদ্ধির চতুরতার সময় কী তবে শেষ হতে চলল? জানি তো-প্রতিটি বহমান জীবন নদীই শুষ্ক মরভূমি হবে! চিল উড়বে শূন্য আকাশে। একদিন গ্রীণ হাউস ইফেক্টে অক্সিজেন হ্রাস পাবে। একদিন সব শেষ হবে, হবে কিয়ামত। মানুষের মৃত্যুর ডাক বোধহয় পশু-পাখি-ফুল-লতা-পাতায় আগেই ছড়িয়ে পড়ে!
আমার প্রাণপাখি কী তৈরি? মনের আকাশে পুঞ্জীভূত মেঘ দল জানান দিচ্ছে-যথেষ্ট হয়েছে, এবার যেতে হবে চিরস্থায়ী নিবাসে,যমদূত আসন্ন। যেতেই হবে কী ওপারে? এখনই কি যেতে হবে পরপারে? সময় কি পাব? সময় যা পেয়েছি তাতেই বা সঞ্চয় কি? সঞ্চয় কি আছে কিছু?পৃথিবীর আকাশ থেকে আমিত্বের লীলা সাঙ্গ হলে নক্ষত্র কী খসে পড়বে? আমার মৃত্যুই আমার কাছে কিয়ামত সমতুল্য। কোন আমি মাটি হবো? দেহ না আত্মা? নাকি দেহ-আত্মা দু’টিই পঁচে যাবে? আমি যতটা দেহের যত্ন নিতাম মৃত্যুর পরও কি দেহ ততটা যত্ন পাবে ? আত্মা কী উত্তরসূরির যত্ন নেবে? যেমন নিতাম আমি? উত্তরসূরিরা কি আমার আত্মার খোঁজ করবে?
আচ্ছা, আমাদের সবার যেহেতু ওপারের ডাকে সাড়া দিতেই হবে কিসের নেশায় সাজাই মিথ্যে এই ভুবন? কেন এতো অহঙ্কার? কেনই বা চুরি-চামারি, কেনই বা মরীচিকার পিছে এতো প্রাণপণ ছোটাছুটি? ইঁদুর দৌড়ে লিপ্ত হয়ে হীরা ফেলে কাঁচ তোলে যে ভুলের ইমারত গড়েছি আমি সে ভুল জগদ্দল পাথর হয়ে বুকের পাঁজরে চেপে বসেছে। ধিক-শত ধিক আর ধিক্কার নিজের আমিত্বের পশুত্বকে…
আমি ষড়রিপু দ্বারা তাড়িত হয়ে মানুষের সঙ্গে মিথ্যে বলেছি নিজ স্বার্থে যখন-তখন। রাগের বশবর্তী হয়ে অধস্তনদের প্রতি অন্যায় ও রূঢ় আচরণ করেছি। অল্প বিদ্যা ভয়ঙ্করী সাজে সেজেছি অসংখ্য বার। সেজন্যই ধরাকে সরা জ্ঞান করেছি বার বার। অজস্র মনের মিনার ভেঙেছি রাত-বিরাতে। তার জন্য সকলের নিকট করজোড়ে ক্ষমা চাচ্ছি। কথা দিচ্ছি ওসব অন্যায় যেন আবারো আমার দ্বারা সংঘটিত না হয় তার জন্য অধিকতর চেষ্টা অবিরাম চলবে। আর মহান আল্লাহ্ রাব্বুল আলামিন-এর কাছে প্রার্থনা করছি তিনি যেন শয়তানের ধোঁকা থেকে আমাকে হেফাজত করেন এবং খাঁটি ঈমানদার হিসেবে কবুল করেন। আমিন…
প্রতিক্ষণ/এডি/রাহা