মুখ থেকে পানি ছিটিয়ে রেকর্ড

প্রকাশঃ মার্চ ২৬, ২০১৭ সময়ঃ ৭:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

গিনেজ বুকে নাম লেখানোর জন্য বিচিত্র এক কৌশল রপ্ত করেছেন ইথিওপিয়ান নাগরিক কিরোবেল ঈলমা। তিনি পেটে জমিয়ে রাখা পানি দীর্ঘ সময় মুখ থেকে ছিটিয়ে বের করতে পারেন। এ কাজের মাধ্যমে গিনেজ বুকে জায়গা করে নেয়ার প্রবল ইচ্ছে থেকে নিয়মিত এ কাজের চর্চা চালিয়ে যাচ্ছিলেন ঈলমা।

সম্প্রতি পেটে জমিয়ে রাখা পানি সবচেয়ে দীর্ঘ সময় মুখ থেকে ছিটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। রেকর্ড অর্জনের জন্য শর্ত ছিল, কোন রকম বিরতি ছাড়া এক নাগাড়ে মুখ থেকে ছিটিয়ে বের করতে হবে পানি।

শর্ত অনুযায়ী, বিরতিহীন ভাবে ৫৬ দশমিক ৩৬ সেকেন্ড সময় পর্যন্ত টানা পানি ছিটিয়েছেন তিনি। এটি পর্যবেক্ষণ করে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ, রেকর্ড বুকে অন্তর্ভুক্ত করেছেন মেডিকেল পড়ুয়া এই ছাত্রের নাম ।

ঈলমার মতে, দেহের পেশি সমূহ ব্যবহারের বিশেষ ক্ষমতাই তাকে এই কৌশল রপ্ত করতে সহায়তা করেছে। ভবিষ্যতে নিজের এই রেকর্ডকে ভেঙে নতুন আরেকটি রেকর্ড গড়ার ইচ্ছের কথাও জানান ঈলমা।

 

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G