আসছে ফ্রেমে বাঁধানো টেলিভিশন

প্রকাশঃ মার্চ ২৭, ২০১৭ সময়ঃ ৭:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

এবার আপনার টেলিভিশনটি-ই হয়ে যাবে আপনার পছন্দের ছবির ফ্রেম। দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান স্যামসাং বাজারে নিয়ে আসতে যাচ্ছে একটি টেলিভিশন, যা দেখতে ফ্রেমে বাঁধানো ছবির মতো । এর নাম রাখা হয়েছে ‘দ্য ফ্রেম’।

কারণ, অভিনব এই টেলিভিশনটি বন্ধ থাকা অবস্থায় অবিকল ডিজিটাল আর্ট পিস বা শিল্পকর্মে রূপ নেয়। প্রথম দেখায় এই টেলিভিশনটিকে মনে হবে দেয়ালে টাঙানো কোনো দৃশ্য।

নতুন এই টেলিভিশনের ফ্রেম কাঠের তৈরি হওয়ায় এটি দেখতে মনে হবে ঘরের অন্যান্য ছবির ফ্রেমের মতোই। এছাড়া ঘরের অন্যান্য সাজসজ্জ্বার ডিজাইনের সঙ্গে মিল রেখে ফ্রেমটি সাদা অথবা ধূসর রঙের কাঠের ফ্রেম পরিবর্তন করা যাবে ।

‘দ্য ফ্রেম’ এর বিশেষত্ব হলো এটি বন্ধ থাকলে প্রচলিত টিভিগুলোর মতো কালো না থেকে ব্যবহারকারীকে তার লিভিং রুমে প্রদর্শনের জন্য ডিজিটাল আর্ট পিস পছন্দ করার সুযোগ করে দেবে। যেখানে রয়েছে ল্যান্ডস্ক্যাপ, আর্কিটেকচার, উইল্ডলাইফ, অ্যকশন এবং ড্রয়িংয়ের মতো ১০০টির বেশি বিভিন্ন ধরনের আর্ট পিস ।

এছাড়াও, স্যামসাং এর নতুন ডিজাইনের এই ফ্রেমে থাকছে না কোনো বিরক্তিকর ক্যাবল। কারণ এটি সিঙ্গেল ট্রান্সপারেন্ট ক্যাবল নিয়ে আসছে। যার মাধ্যমে সকল পেরিফেরাল ডিভাইস সংযুক্ত করা যাবে টিভিতে।

দেয়ালে টানানো ছাড়াও প্রয়োজনে টেলিভিশনটি টেবিলের উপরেও বসানো যাবে। ৫৫ ইঞ্চি এবং ৬৫ ইঞ্চি আকৃতির আল্ট্রা এইচডি প্রযুক্তির স্যামসাংয়ের নতুন ‘দ্য ফ্রেম’ টেলিভিশন খুব শীঘ্রই বাজারে আসবে বলে জানিয়েছে স্যামসাং। তবে এর মূল্য কত নির্ধারণ হয়েছে সে সর্ম্পকে কিছুই জানায়নি প্রতিষ্ঠানটি।

 

প্রতিক্ষণ/এডি/এস.টি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G