জঙ্গি আস্তানায় ১২টি বিস্ফোরণ: নিহত ৭/৮ জঙ্গি

প্রকাশঃ মার্চ ৩০, ২০১৭ সময়ঃ ৬:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৩ পূর্বাহ্ণ

দীর্ঘ অপেক্ষার পর মৌলভীবাজারে পৃথক ২টি জঙ্গি আস্তানার মধ্যে একটিতে সোয়াটের অভিযান শেষ হয়েছে।

এতে ৭/৮জন জঙ্গি মারা গেছে বলে জানিয়েছে কাউন্টার টেররিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম।

তিনি আরো বলেন, জঙ্গিরা ১২টি বিস্ফোরণ  ঘটিয়েছে। যার ফলে ওদের দেহ ক্ষত-বিক্ষত হয়ে আছে তাই সংখ্যাটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সদর উপজেলা খলিলপুর ইউনিয়নের নাসিরপুর এলাকার আস্তানায় গতকাল রাতের পর আজ সকাল থেকে ২য় দফার অভিযান শেষে সংবাদ সম্মেলনে এ এসকল তথ্য জানান কাউন্টার টেররিজমের ইউনিট প্রধান মনিরুল ইসলাম।

এছাড়া মৌলভীবাজার সদর উপজেলার ফতেপুরে ‘জঙ্গি আস্তানা’য় আইনশৃঙ্খলা বাহিনীর ‘অপারেশন হিটব্যাকে’ নিহত ‘জঙ্গিরা’ একই পরিবারের সদস্য বলে ধারণা করছে অভিযানের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনী।

জঙ্গি আস্তানায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।জঙ্গিরা নিজেদের বিস্ফোরকের দ্বারা বেশিরভাগ নিহত হিয়েছে বলে জানিয়েছে এই কর্মকর্তা।

এরই সাথে অপর জঙ্গি আস্তানা শহরেরর বড়হাট এলাকায় একটি বাসাটিতে সোয়াট অভিযানের প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে ভারী সাজোয়া যান বাসাটির পাশে রাখা হয়েছে।

উল্লেখ্য, বুধবার ভোরে বড়হাট এলাকায় একটি বাসায় জঙ্গিরা অবস্থান করছে বলে খবর পেয়ে বড়হাট এলাকার  লন্ডন প্রবাসী সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়।

সেখান থেকে  একই মালিকের গ্রামের বাড়ি নাসিরপুরেও জঙ্গিরা অবস্থান করছে বলে জানতে পারে পুলিশ।

এর পর উভয় এলাকা পুলিশ ঘেরাও করে রাখে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G