আধ্যাত্মিক কবিতা: কবরের খবর রাখেন কি ?
এ.কে.এম.মাহফুজুর রহমান:
খবর নিতেছেন
খবর করতেছেন
খবর বানাইতাছেন
খবর দিতেছেন
খুব তো বুদ্ধির খেলা খেলতেছেন ,
মিঞা সাহেব , কবরের খবর রাখেন কি ?
হিসাব নিতেছেন
হিসাব করতেছেন
হিসাব বানাইতাছেন
হিসাব দিতেছেন
খুব তো হিসাবের খেলা খেলতেছেন ,
ভূঞা সাহেব ,কবরের খবর রাখেন কি ?
হুকুম নিতেছেন
হুকুম করতেছেন
হুকুম বানাইতাছেন
হুকুম দিতেছেন
খুব তো হুকুমের খেলা খেলতেছেন ,
হুজুর সাহেব , কবরের খবর রাখেন কি ?
একদিন পরকালের ডাকে সাড়া দিতেই হবে
সেলাই ছাড়া সাদা কাপড় পড়তে হবে
একদিন মাটির দেহ মাটি হবে
সাড়ে তিন হাত মাটির ঘরে যেতে হবে
বাড়ি -ঘর , আত্মীয় – স্বজন পর হবে
ভালো – মন্দ আমলনামা সঙ্গী হবে।