সিডি চয়েস মিউজিকের পহেলা বৈশাখ আয়োজন

প্রথম প্রকাশঃ এপ্রিল ১৩, ২০১৭ সময়ঃ ৬:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১২ অপরাহ্ণ

এমদাদ সুমন :

পহেলা বৈশাখ বাঙালির সার্বজনীন উৎসব। বাংলা নববর্ষের উৎসব আয়োজনকে পূর্ণতা দিতে বরাবরই মুখর হয়ে উঠে দেশের সঙ্গীতাঙ্গণ। দেশের সব জায়গায় অনুষ্ঠিত হয় গানের অনুষ্ঠান। পহেলা বৈশাখ উপলক্ষে অডিও বাজারে বের হয় নতুন নতুন গানের অ্যালবাম। এবারও তার ব্যতিক্রম হয়নি।

গত বেশ কিছু বছরের তুলনায় এবারের পহেলা বৈশাখে অনেক তারকা শিল্পীর অ্যালবাম এসেছে। পহেলা বৈশাখ সামনে রেখে জমে উঠেছে অডিও বাজার।

পহেলা বৈশাখ মানেই নিত্যনতুন গানের অ্যালবাম। বাঙালির এ উৎসবকে উপলক্ষ করেই শিল্পীদের মধ্যে পড়ে নতুন অ্যালবাম বের করার হিড়িক। ভু সেই ধারাবাহিকতাই পহেলা বৈশাখকে সামনে রেখে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস মিউজিক প্রকাশ করতে যাচ্ছে বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পীদের অ্যালবাম।

এবারের সিডি চয়েস মিউজিকে পহেল বৈশাখ উপলক্ষে বেশ কয়েকটি অ্যালবাম বের হয়েছে।

কণ্ঠশিল্পী তৈাসিফ এর একক অ্যালবাম অচিন পাখি। গানের কথা লিখেছেন এমদাদ সুমন, এইচ এম রিপন, সুর তৈাসিফ, সঙ্গীত রাজীব হোসাইন ও রাহুল মুৎসুদ্দী। সহ শিল্পী আছেন কনিকা।

কন্ঠশিল্পী রাকিব মুসাব্বিরের একক অ্যালবাম মনটা ছুঁয়ে দেখো না”। গানের কথা লিখেছেন এমদাদ সুমন ও খাইরুল বাবুই। সুর ও সঙ্গীত করেছেন রাকিব মুসাব্বির। সহ শিল্পী আছেন ফারাবি।

কন্ঠশিল্পী সাবরিনা সাবার একক অ্যালবাম অনলি সাবা থ্রি”। গানের কথা লিখেছেন এমদাদ সুমন, সুর ও সঙ্গীত করেছেন অনিক সাহান।

কন্ঠশিল্পী অনিক শাহানের একক অ্যালবাম ‘সোনার পাখি’। সহ শিল্পী সাবা। কথা সুর ও সঙ্গীত অনিক শাহান।

কণ্ঠশিল্পী এফ এ প্রীতমের একক অ্যালবাম ”ভালোবাসিরে”। গানের কথা লিখেছেন এমদাদ সুমন ও এফ এ প্রীতম। সুর করেছেন প্রীতম ও সঙ্গীত করেছেন রাহুল মুৎসুদ্দী। সহ শিল্পী আছেন তিথী।

মনির বাউলার একক অ্যালবাম দে দে পাল তুলে দে”। গানের কথা লিখেছেন মনির ও রিপন। সুর করেছেন মনির। সঙ্গীত আকাশ। সহ শিল্পী আছেন লিজা।

মাহবুব সাগরের অ্যালবাম ‘এক জোনাকির গল্প’। গানের কথা ও সুর রোহান রাজ। সঙ্গীত শুভ্র। সহ শিল্পী তিথী।

কন্ঠশিল্পী আরিয়ানের একক অ্যালবাম মনচুরি”। গানের কথা লিখেছেন অরন্য ভোমিক ও আরিয়ান। সুর আরিয়ান এবং সঙ্গীত করেছেন রিমো বিপ্লব। সহ শিল্পী আছেন সেনিজ ও কনিকা।

কণ্ঠশিল্পী আখি চৌধুরীর একক অ্যালবাম লালনের গান”। সঙ্গীত করেছেন সুজন।

সঙ্গীতশিল্পী ফিরোজের একক অ্যালবাম ‘আড়ালে’। সহ শিল্পী দিশা। কথা ফিরোজ ও শুভ। সুর ফিরোজ ও অনিম। সঙ্গীত অনিম খান।

সঙ্গীতশিল্পী আদনানের একক অ্যালবাম ‘প্রিয়তমা টু’। সহ শিল্পী ফারাবী। কথা এমদাদ সুমন ও আদনান। সুর ও সঙ্গীত আদনান।

সঞ্জয় শীলের মিক্সড এ্যালবাম ‘পুর্ণ মিলনের সুখ নাই’। শিল্পী রাজিব শাহ্, মারুফ, ইয়াছিন, অপু, দুখু আরমান, প্রফুল্ল। সঙ্গীত পরিচালক এস রুহুল ও আলী আক্তার রুনু।

মিক্সড এ্যালবাম এডি আকাইদের নামের মালা’। সুর এস রুহু। কথা লিখেছেন এডি আকাইদ। সঙ্গীত এস রুহুল ও আক্তার রুনু।

কাজী শুভ ও কনিকার ‘একটি মিষ্টি মধুর প্রেমের গান’। গানটি লিখেছেন তরুন সিং। সুর রিগান হাসান। সঙ্গীত মাহমুদুল হাসান। গানটি অডিও ও ভিডিও একই সাথে প্রকাশ পাচ্ছে।

সঙ্গীতশিল্পী নাজু ও পুলকের একক গান ‘নাচ আমার ময়না’। গানের কথা এমদাদ সুমন। সুর ও সঙ্গীত  রাজীব হোসাইন।

সঙ্গীত শিল্পী শাহরিয়ার রাফাতের আদর মাখা ঠোঁটে’। কথা এন আই বুলবুল। সুর ও সঙ্গীত শাহরিয়ার রাফাত।

বঙ্গবন্ধুকে উৎসর্গ করে সঙ্গীত শিল্পী সিনথিয়ার একক গান ‘হাজার সালাম, কথা ও সুর সিনথিয়া। সঙ্গীত টিংকু।

সঙ্গীতশিল্পী কামরুজ্জামানের একক গান ‘চিরদিন বাসবো ভালো তোকে’। কথা ও সুর কামরুজ্জামান। সঙ্গীত মাহমুদুর রহমান।

সঙ্গীতশিল্পী এফ এ প্রীতমের একক গান ‘ইচ্ছে হয়’। কথা মুন্না। সুর এফ এ প্রীতম। সঙ্গীত রাহুল মুৎসুদ্দী।

 

সঙ্গীতশিল্পী অরিকের একক গান ‘প্রেম কাহিনি’। কথা ও সুর অরিক। সঙ্গীত মোশারফ।

সঙ্গীতশিল্পী রকির একক গান ‘বলছি তোমায় ভালোবাসি’। কথা ও সুর রাতুল। সঙ্গীত বাবু।

সঙ্গীত শিল্পী আনিসার একক গান বন্ধু তুমি আইলা না”। কথা রবিন্দ গোব। সুর প্রিন্স গোব। সঙ্গীত প্রিন্স শুভ। গানটি অডিও ভিডিও প্রকাশ পাচ্ছে।

সঙ্গীত শিল্পী কাউসার খানের ‘মন শুধু তোমাকে চায়’। কথা ও সুর কাউসার। সঙ্গীত অনিম খান।

প্রতিক্ষণ/এডি/সাই

 

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G