পটুয়াখালীতে যুবককে ফাঁসির আদেশ
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
পটুয়াখালীতে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক আবদুস সালামকে কুপিয়ে হত্যার দায়ে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
আজ দুপুর ১২টায় পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলমগীর কবির এ রায় দেন।
আসামী আসাদুল মুন্সি (২৮) দুমকি উপজেলার কালিচন্না গ্রামের খালেক মুন্সির ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১২ ফেব্রুয়ারি আসামি আসাদ মুন্সী বরগুনা জেলায় আমতলীর নাচনাপাড়া থেকে রাতে আবদুস সালামকে যাত্রা গানের কথা বলে মোটর সাইকেলসহ সদর উপজেলার কালিচন্নায় পৌঁছে। এ সময় সালামকে এলোপাথারি কুপিয়ে আশঙ্কাজনক অবস্থায় ওই এলাকার চৌকিদার বাড়ির সংলগ্ন বেড়ীবাধের উপর ফেলে রাখে।
পরে স্থানীয়রা চিৎকার শুনে সালামকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে বরিশাল হাসপাতালে নেয়ার পথে মারা যান সালাম।
ওইদিন রাত সাড়ে ১১টায় সালামের বাবা বারেক সিকদার পটুয়াখালী সদর থানায় আসাদ মুন্সীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানীর পর আজ বিচারক এ রায় ঘোষণা করেন।
প্রতিক্ষণ /এডি/বাতেন