মোরেলগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন
শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাট-মোরেলগঞ্জ মহাসড়কে সড়ক দূর্ঘটনা এড়াতে বিদ্যালয়ের সামনে ষ্ট্রিট ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে দোনা এসএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এ মানববন্ধন করে।
উল্লেখ্য, বুধবার বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র ওমর আলী (৫) দুপুরে ছুটির পর বাড়ি ফিরছিল। এসময় বিপরীত থেকে আসা দ্রুতগামী মোটর সাইকেল শিশুটিকে চাপা দেয়।
পরে গুরুতর আহত অবস্থায় ঐ শিক্ষার্থীকে বিদ্যালয়ের শিক্ষকরা মোরেলগঞ্জ হাসাপাতলে ভর্তি করে। স্থানীয় লোকজন মোটর সাইকেলটি আটক করে থানায় সোপর্দ করলেও মোটর চালক পালিয়ে যায়।
মোটর সাইকেল চালককে আটক করে বিচার এবং বিদ্যালয়ের সামনে ষ্ট্রিট ব্রেকার নির্মাণের দাবি জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহেনা আকতার রিয়াসহ এলাকাবাসি।
প্রতিক্ষণ/এডি/সাই