ওয়াটার বাসের ৫০০ যাত্রী সৌভাগ্যক্রমে বেঁচে গেলেন

প্রকাশঃ এপ্রিল ২২, ২০১৭ সময়ঃ ৮:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৩ অপরাহ্ণ

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ঢাকা-বরিশাল রুটে চলাচলরত ওয়াটার বাস গ্রিনলাইন ২-এর যাত্রীরা।

আজ শনিবার বিকেল ৪টায় বরিশালের কীর্তনখোলা নদীর চরবাড়িয়া এলাকায় যাত্রীবাহী ঐ নৌযানের সঙ্গে একটি কার্গোর মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে কার্গোটি পানিতে তলিয়ে যায়। গ্রিনলাইন বাসটি তলা ফেটে ক্ষতিগ্রস্ত হয়ে পানিতে অর্ধনিমজ্জিত হয়। চালক এটি তীরে ভেড়ালে ৪৫০ থেকে ৫০০ যাত্রী প্রাণে রক্ষা পায়।

সংঘর্ষের খবর পেয়ে জাহাজটি ও যাত্রীদের উদ্ধার করতে ফায়ার সার্ভিসের দুটি ডুবুরিদল ও সুন্দরবন লঞ্চ ঘটনাস্থলে যাচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক ফারুক হোসেন জানান, ঘটনাস্থলে তাঁদের ডুবুরিদল কাজ করছে। নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি। এ ছাড়া ডুবে যাওয়া কার্গোটির অবস্থান এখনো নির্ণয় করা যায়নি।

গ্রিনলাইন ওয়াটার বাসের বরিশালের সুপারভাইজার মো. বাদশা জানান, ওয়াটার বাস-২ বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। এতে ৪৫০ থেকে ৫০০ যাত্রী ছিল।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G