দ্বিতীয় দফা ভোটে লড়বেন মাক্রোঁ ও ল্য পেন

প্রকাশঃ এপ্রিল ২৪, ২০১৭ সময়ঃ ১:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১১ অপরাহ্ণ

মেরিন লি পেন (বামে) এবং ইমানুয়েল মাক্রোঁ (ডানে)

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম দফায় এককভাবে কেউ এগিয়ে না থাকায় শেষ পর্যন্ত দ্বিতীয় দফাতেই গড়াতে যাচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন। দ্বিতীয় দফায় মুখোমুখি হতে যাচ্ছেন মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল মাক্রোঁ এবং কট্টর ডানপন্থী মেরিন লি পেন।

রোববার রাতে ৯৬ শতাংশ ভোট গণনা করা হয়েছে। প্রকাশিত ফলে দেখা গেছে, কোনো প্রার্থীই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেন নি। তবে ইমানুয়েল মাক্রোঁ ২৩ দশমিক ৯ শতাংশ এবং মেরিন লি পেন ২১ দশমিক ৪ শতাংশ ভোট নিয়ে সবার চেয়ে এগিয়ে আছেন।

চার কোটি ৭০ লাখ ভোটার রেজিস্ট্রেশন করেছে। রোববার ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় সকাল ৮টায় দেশজুড়ে ৬৭ হাজার ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলেছে রাত ৮টা পর্যন্ত।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। রক্ষণশীল দলের প্রার্থী ফ্রাঁসোয়া ফিঁল পেয়েছেন ১৯ দশমিক ৯ শতাংশ এবং কট্টর বাম প্রার্থী জঁ লুক মেলাঁশোঁ পেয়েছেন ১৯ দশমিক ৪ শতাংশ ভোট। ফিঁল পরাজয় শিকার করে ইমানুয়েল মাক্রোঁকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।

রাতেই সমর্থকদের উদ্দেশে ইমানুয়েল মাক্রোঁ বলেছেন, ‘আমরা এক বছরে ফরাসি রাজনৈতিক জীবনযাত্রাকে বদলে দিয়েছি।’ এ সময় তিনি জাতীয়তাবাদীদের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান জনগণকে।

প্রাক্তন ব্যাংকার ইমানুয়েল মাক্রোঁ বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ সরকারের অর্থমন্ত্রী ছিলেন। ওঁলাদের দল ত্যাগ করে তিনি নতুন রাজনৈতিক দল করেছেন। এর আগে তিনি কখনোই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন নি। নির্বাচনে জয়লাভ করলে ইমানুয়েল মাক্রোঁই হবেন ফ্রান্সের সবচেয়ে তরুণ প্রেসিডেন্ট।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G