রানা প্লাজার শ্রমিকদের নিয়ে ওয়েবসাইট চালু

প্রকাশঃ এপ্রিল ২৪, ২০১৭ সময়ঃ ৪:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১০ অপরাহ্ণ

শ্রমিক সংগঠন গার্মেন্ট শ্রমিক সংহতির উদ্যেগে চার বছর আগে ঘটে যাওয়া রানা প্লাজা ধ্বস নিয়ে একটি ওয়েবসাইট চালু হয়েছে। এখানে নিহত, নিখোঁজ ও আহত শ্রমিকদের জীবনের গল্প, নিহত তালিকা, আন্দোলনকর্মী, লেখক, অর্থনীতিবিদদের লেখা, ছবি, গান, নাটক ও কার্টুন থাকবে।

গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটরিয়ামে এক অনুষ্ঠানে এ ওয়েবসাইটের উদ্বোধন করেন রানা প্লাজার নিহত শ্রমিক সাগরিকার বোন বকুল খাতুন।

মূলত ২০১৫ সালে গার্মেন্ট শ্রমিক সংহতির উদ্যোগে প্রকাশিত গ্রন্থ ‘২৪ এপ্রিল: হাজার প্রাণের চিৎকার’ গ্রন্থের ইংরেজি অনুবাদ নিয়েই ওয়েবসাইটটি করা হয়েছে। গার্মেন্ট শ্রমিক সংহতি জানায়, তারা অনেকদিন ধরে অত্যন্ত আন্তরিকতা দিয়ে সবার সাথে যোগাযোগের মাধ্যমে শ্রমিকদের জীবনের গল্প সংগ্রহ করে এবং বিভাগ ও জেলা অনুযায়ী নিহত নিখোঁজ শ্রমিকদের তালিকা তৈরি করেছে। এসব লেখা, তথ্য-উপাত্ত এবং ছবি নিয়েই www.athousandcries.org নামের এই ওয়েবসাইট।

 

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G