শিল্পী আব্দুর জব্বারকে আর্থিক সহায়তা দিলেন সোনালী ব্যাংক

প্রথম প্রকাশঃ এপ্রিল ২৬, ২০১৭ সময়ঃ ১০:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৯ অপরাহ্ণ

‘সালাম সালাম হাজার সালাম সকল শহিদ স্মরণে’ এ কালজয়ী গানের মতো অসংখ্য জনপ্রিয় গান যিনি করেছেন সেই সংগীতশিল্পী মোহাম্মদ আব্দুল জব্বার এখন অসুস্থ। তাঁর উন্নত চিকিৎসার জন্য আর্থিকভাবে সহযোগিতা করেছে সোনালী ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আশরাফুল মকবুল পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

আজ বুধবার মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে শিল্পী আব্দুল জব্বারের হাতে এই চেক হস্তান্তর করা হয়।

এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা এবং ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম সঙ্গীতশিল্পী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল জব্বার চক্ষু, কিডনি ও হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসধীন। মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত শিল্পী আব্দুল জব্বারের গান লাখো মুক্তিযোদ্ধার মনে যুদ্ধ করার অসীম সাহস জাগিয়েছিল। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় একজন শিল্পী হিসেবে ব্যক্তিগত ভূমিকা, অবদান ও বর্তমান সামাজিক সম্মান বিবেচনায় তাঁর উন্নত চিকিৎসার জন্য সোনালী ব্যাংক লিমিটেড এ অনুদান দিয়েছে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G