গোপালগঞ্জকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন
এস এম সাব্বির, গোপলগঞ্জ প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মভূমি গোপালগঞ্জকে বিভাগ করার দাবিতে গোপালগঞ্জবাসী মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করে গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ।
গোপালগঞ্জ বিভাগ বাস্তবায়ন কমিটির আহবায়ক পৌর মেয়র কাজী লিয়াকত আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, মুক্তিযোদ্ধা সরদার জাকির হোসেন খসরু, জেলা জাসদ সভাপতি শেখ মাসুদুর রহমান চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শেখ মোশারফ হোসেন, অধ্যক্ষ আবু হোসেন, জেলা বিএমএ সভাপতি ডা. আবিদ হাসান, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক এমবি সাইফ বি এবং সাংবাদিক এসএম হুমায়ূন কবীর প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু গোপালগঞ্জে জম্ম গ্রহণ করেছেন। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েই গোপালগঞ্জকেই বিভাগ ঘোষণা করতে হবে। যতক্ষণ পর্যন্ত গোপালগঞ্জকে বিভাগ ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত বিভাগের দাবিতে আমাদের আন্দোলন-সংগ্রাম চলবে।
বক্তারা বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জকে বিভাগ ঘোষণার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। বিভাগ ঘোষণার দাবিতে টুঙ্গীপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানি ও মুকসুদপুর উপজেলাতেও মানববন্ধনে কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
প্রতিক্ষণ/এডি/সাই